শেষ হলো ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা।

বুধবার ঃঃ ১১.০১.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত ৯ তারিখ শুরু হওয়া উন্নয়ন মেলার আজ শেষ দিন। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসাধারণকে অবহিত করতে ও উন্নয়ন কর্মকান্ডে জনগনকে সম্পৃক্ত করতে, এবারে মেলায় বিভিন্ন দপ্তরের ৬৪ টি স্টল অংশগ্রহন করেছিলো। আজ সন্ধ্যাবেলা আলোচনার মধ্য দিয়ে শেষ হয় মেলার সমাপনি অনুষ্ঠান। সমাপনি অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন কাজী শামীম হোসেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একে এম মনজুর রেজা, বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ রেসক্রিসেন্ট সোসাইটির চাঁপাই নবাবগঞ্জ ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিমুদৌলা চৌধুরী, নবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড: নজরুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা শেষে রচনা ও কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …