
আঙুলে চিড় ধরার কারণে বিশ্বকাপ শেষ করে আসতে পারেননি সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে অষ্টম ম্যাচ শেষে উড়াল দিয়েছিলেন ঢাকায়। অনিশ্চয়তায় ছিল নিউ জিল্যান্ড সিরিজ। এবার শুধু সাকিব নয়, তাসকিন আহমেদও ছিটকে গেছেন। বিশ্বকাপ চলাকালিন তাসকিন মাসেল টিয়ারের সমস্যায় পড়েন। এ জন্য কিউইদের বিপক্ষে হোম সিরিজে ঝুঁকি নিতে চায়নি বোর্ড। আর সাকিবের ব্যান্ডেজ খোলা হবে ৬ ডিসেম্বর। এমনিতেই খেলা সম্ভব হচ্ছে না তার। নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। আজ দুপুরে মেডিকেল বিভাগ জানায়, চিড় থাকায় ৪ সপ্তাহ পর সেলাই খোলা হবে। ৬ নভেম্বর এটা হওয়ায় সেলাই খোলা হবে ৬ ডিসেম্বর। তাসকিনকেও বিশ্রাম দেয়া হবে, উপায় না থাকলে অন্তত এক টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে শুরুতেই আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব।