মঙ্গলবার::২২-০৮-২০১৭
হজ শুরু হওয়ার আর মাত্র ৮দিন বাকি। কিন্তু এখনো ফ্লাইট সংকট কাটছে না হজ যাত্রীদের। শেষ মুহূর্তে এসে হজ ফ্লাইট সংকটের কারণে চার হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, অতিরিক্ত বিমান শিডিউল করে বা রেগুলার ফ্লাইটে তাঁদের পাঠাতে হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। কিছু এজেন্সি ভিসা করেও হজযাত্রী সৌদি না পাঠানোর কারণে ২৯টি হজ ফ্লাইট বাতিল করতে হয়। এসব ফ্লাইটে সাড়ে ১১ হাজার হজযাত্রী যেতে পারতেন। কর্তৃপক্ষ হজ এজেন্সিগুলোকে দ্রুত হজযাত্রী পাঠানোর নির্দেশ দিলেও কেউ আমলে নেয়নি। এজেন্সিগুলো যাত্রী ধরে রাখার ফলেই এখন চার হাজার যাত্রী ভিসা নিয়েও বিমানে সিট পাচ্ছেন না।