শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

সোমবার::২২:০৫:২০১৭
চাঁপাইনবাবগঞ্জে থেকে ১শ’ ২ জন শিক্ষকের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবের “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলশুটিং এবং মেইন্টেনেন্স” প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশিক্ষণ রুমে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসটি সাইফুর রহমান খানের সভাপতিত্বে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হুমায়ুন কবির খান। ৩টি ব্যাচে ৩৪ জন করে ১০২ জন শিক্ষককে ৫ দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদান করছেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার সেলিম রেজা। বাংলাদেশ কারীগরি শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …