
আগামীকাল বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপত্র বীর মক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী। এউ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে সকাল সাড়ে ৯ টায় পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১১ টায় কালেক্টরেট ইংলিশ স্কুলে বৃক্ষ রোপন করা হবে। এছাড়াও বিকেল ৪টায় আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে।