বুধবার :: ০৪.০৪.২০১৮
১২৮ পণ্যে চীনের অতিরিক্ত শুল্কারোপের কড়া জবাব দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল দেশটি ১ হাজার ৩০০ চীনা পণ্যের একটি তালিকা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় থেকে প্রকাশিত এ তালিকা এখনো চূড়ান্ত না হলেও এদের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কারোপ করে ২০১৮ সালে প্রায় ৫০ বিলিয়ন ডলার অর্থ আদায়ের চিন্তাভাবনা রয়েছে ট্রাম্প প্রশাসনের। প্রকাশিত যুক্তরাষ্ট্রের তালিকার মধ্যে রয়েছে চীনা শিল্পপ্রযুক্তি, পরিবহন ও চিকিৎসা পণ্যসামগ্রী। চীনের উৎপাদননীতি পরিবর্তনের লক্ষ্যে প্রবর্তিত এই তালিকার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। তারা মার্কিন এই পদক্ষেপের সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে। চীনের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, তারা ‘শিগগিরই যুক্তরাষ্ট্রের পণ্যের বিরুদ্ধেও একই তীব্রতা ও মাত্রার পদক্ষেপ’ নেবেন।