০৪.০২.২০২০ মঙ্গলবার।।
বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডবের একজন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত ক্রিকেটার মাহমুদউল্লাহর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যেতে নিরবে কাজ করছেন এই অলরাউন্ডার। ৩৪ পেরিয়ে ৩৫-এ পা রাখলেন ময়মনসিংহের ছেলে মাহমুদউল্লাহ রিয়াদ। ১৯৮৬ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন তিনি। তার জন্মদিনে সাধারণ ভক্ত ও শুভাকাঙ্খীরা শুভেচ্ছাবাণীতে ভাসাচ্ছেন তাকে। শুধু তাই নয় খোদ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও এই অভিজ্ঞ অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছে।