শিশু হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড একজনের

চাঁপাইনবাবগঞ্জে শিশুকন্যা মাসরুফা (৭)কে হত্যার দায়ে মামলার একমাত্র আসামি আব্দুল খালেক (৪৭)কে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট কুথনিপাড়ায় আব্দুল হাইয়ের শিশুকন্যা মাসরুফা মায়ের সঙ্গে নানার বাড়িতে এসে ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর সকালে নিখোঁজ হয়। ওই দিন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার নানা জিয়াউর রহমান ফেন্সি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন ২৫ সেপ্টেম্বর ভোরে মাসরুফার মরদেহ তার নানার বাড়ির পাশে পাওয়া যায়।

এ ঘটনায় ওই দিন মাসরুফার পিতা আব্দুল হাই অজ্ঞাতনামাদের আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে একই গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে আব্দুল খালেক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মাসরুফার নানা জিয়াউর রহমান ফেন্সি ও নানি ইমালি বেগমের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে মাসরুফাকে কৌশলে বাড়ির মধ্যে নিয়ে এসে শ্বাসরোধ করে হত্যা করার পর গভীর রাতে তার লাশ নানার বাড়ির পাশে ফেলে রাখেন বলে স্বীকার করেন।
রবিউল ইসলাম আরো বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইন্সপেক্টর কবির হোসেন ২০১৯ সালের ২২ জানুয়ারি আব্দুল খালেককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top