বৃহস্পতিবার ০২.০৩.২০১৭
শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার প্রসারে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সোনামনিরা যারা খেলাধুলায় অংশ নিয়েছে, তাদের অভিনন্দন জানিয়ে, প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করে দেয়ার কথা জানান প্রধানমন্ত্রী।