মঙ্গলবার ঃঃ ১৮.০৪.২০১৭
শিশুদের অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে হবে, কোন ভাবেই যেন কোন শিশু প্রাথমিক শিক্ষা থেকে বাদ না পড়ে, সেদিকে লক্ষ্য রাখার জন্য অবিভাবক ও গ্রামের মুরুব্বীদের আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর ইফরেখার উদ্দীন। তিনি আজ বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই ঈদগাঁহ মাঠের সীমানা প্রাচীরের উদ্বোধন পরবর্তী স্থানীয়দের সাথে মতবিনিময়ের সময় এ আহ্বান জানন। মতবিনিময় সময় উপস্থিত ছিলেন, গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজ্জাদুর রহমান মান্নু, প্যালেন চেয়ারম্যান তাসেম আলী, ঈদগাঁহ কমিটির সভাপতি আজিজুর রহমানসহ অন্যান্যরা। অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ১ লাখ তিন হাজার টাকা ও স্থানীয়দের দেয়া অর্থে প্রায় দেড় লাখ টাকা ব্যায়ে ঈদগাঁহের সীমানা প্রাচীন নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …