শিবগঞ্জ ৯ম বঙ্গবন্ধু টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টে ভাঙ্গাবাড়ি ক্রিকেট একাদশের জয়।

শুক্রবার::০৬.০১.২০১৭

শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ৯ম বঙ্গবন্ধু টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের খেলায় জয় পেয়েছে ভাঙ্গাবাড়ি ক্রিকেট একাদশ। আজ টসে জিতে সেকটোলা ক্রিকেট একাদশ প্রথমে বাটিং করে সবকয়টি উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে। জবাবে ভাঙ্গাবাড়ি ক্রিকেট একাদশ ২ ওভার ২ বলে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সব্বোর্চ মাসুদ ১২ রান করে। ম্যান-অব-দ্যা ম্যাচ বিজয়ী দলের মাসুদ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …