বুধবার :: ১৮.০৪.২০১৮
শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তল, ৪টি ওয়ান শ্যুটারগান, ১১ রাউন্ড গুলি, ১৫ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুল এহসান জানান, গোপন খবরের ভিত্তিতে মনাকষা বিওপি টহলদল আজ সকাল ৭টায় মাস্তানমোড় এলাকার পাঁকা সড়কে অবস্থান নেয়। এসময় ৩ জন চোরাকারবারী ২টি মোটরসাইকেলযোগে দ্রুতবেগে টহলদলকে অতিক্রম করে গেলে বিজিবি সদস্যরাও তাঁদের ধাওয়া করে। প্রায় ৩ কিলোমিটার যাবার পর দুজন অস্ত্র চোরাকারবারী ১টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তিনি আরো বলেন, তাঁদের ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ওয়ান শ্যুটারগান, ১১ রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। চোরাকারবারী সাথে জড়িত দুজন সনাক্ত হয়েছে। তারা হচ্ছে, শিবগঞ্জের মনাকষা-সাহাপাড়া কামায়েতপাড়া গ্রামের আজিজুল মেকারের ছেলে মিরাজ ও একই উপজেলার মোল্লাটোলা তেলকুপি গ্রামের শীষ মোহম্মদের ছেলে শাহীন। এ ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, ফেনসিডিল ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করে সনাক্ত পলাতকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।