শিবগঞ্জ সীমান্তে সাড়ে চার কেজি গান পাওডার উদ্ধার।

সোমবার ঃঃ ০৮.০৫.২০১৭
শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে গতকাল রাতে সাড়ে চার কেজি গান পাওডার উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি । চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান আজ সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, নায়েব সুবেদার ইয়ারুল হকের নেতৃত্ত্বে ঐ এলাকায় ২ জন ভারত হতে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাঁদের ধাওয়া করে। এসময় তাদের কাছে থাকা পোঁটলা ফেলে পালিয়ে যায় তারা। পরে টহল দল তাঁদের ফেলে যাওয়া পোটলা থেকে সাদা রং এর ২ কেজি ও ধুসর রং এর আড়াই কেজি গান পাওডার উদ্ধার করে। উদ্ধারকৃত গান পাওডার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে জানায় বিজিবি ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …