রবিবার :: ১১.০৩.২০১৮
শিবগঞ্জ উপজেলার আজমতপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে ৫৯ বিজিবির সদস্যরা। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মাহবুব আলমের নেতৃত্বে একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া পোটলা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি এবং ১ বোতল কালটার বিষ উদ্ধার করে। আটককৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ শিবগঞ্জ থানায় এবং কালটার বিষ শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।