শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বিজিবি।

সোমবার::২০.০২.২০১৭
শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ, মনোহরপুর, শিংনগর ও ওয়াহেদপুর সীমান্তে পৃথক অভিযানে ফেনসিডিল ও চোরাচালানকৃত বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার ও জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান অভিযান গুলোর সতত্যা নিশ্চিত করেন। তিনি বলেন, ভোরে কিরনগঞ্জ বিওপি টহল দল বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকা থেকে ৩শ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই সময় মনোহরপুর বিওপি সদস্যরা গোপলপুরঘাট এলাকা হতে ৪ হাজার প্যাকেট পাতার বিড়ি ও ১টি বাইসাইকেল জব্দ করে। এর গতকাল সন্ধ্যায় শিংনগর বিওপি টহল দল মনাকষা ইউনিয়নের রাঘবপোষ্ট এলাকা হতে ১শ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই দিনই ওয়াহেদপুর বিওপি সদস্যরা সোনারদি চর এলাকা হতে ১টি চোরাই ভারতীয় মোটরসাইকেল উদ্ধার করে। বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযানগুলি পরিচালিত হয়। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …