
শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় ৫৯ বিজিবির টহল দলের হাতে ১টি দেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ১জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি, উপজেলার মির্জাপুর দৌলতবাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে বুদ্দু। বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় ২ জন মাদক চোরাকারবারীকে টহল দল চ্যালেঞ্জ করে ধাওয়া করলে ১ জন চোরাকারবারীর হাতে রাম দা এবং অপর চোরাকারবারীর হাতে ১টি ব্যাগ দেখা যায়। ধাওয়া দিয়ে বুদ্দু কে ধরা গেলেও অপরজন অন্ধকারে পালিয়ে যায়। পরে তার হাতে থাকা ব্যাগটি তল্লাশী করে ১টি দেশী পিস্তল এবং ১ রাউন্ড গুলি পাওয়া যায়। আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে হয়েছে বলে জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।