শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে অবৈধ বিদেশী অস্ত্র, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি হাসুয়াসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি উপজেলার আজমতপুর বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩০)। বৃহস্পতিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া এলাকার একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টার দিকে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদমাপাড়া আসারীর আমবাগানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ রুহুল আমিনকে আটক করা হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top