বুধবার ঃঃ ১৫.০৩.২০১৭
শিবগঞ্জ সীমান্তে গতকাল অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের বইড়াপাড়া গ্রামের একাব্বর আলীর ছেলে ইউসুফ আলী। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বোগলাউড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন এবং ১৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে।