
শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে নবনির্মিত ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এই নবনির্মিত এই একাডেমিক ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনসহ অন্যরা।