শনিবার ঃঃ ১৮.০২.২০১৭
শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে অতি দরিদ্রের কর্মসংস্থান চল্লিশ দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলামের সভাপতিত্বে, কর্মসূচির উদ্বোধন করেন, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। ২০১৬-১৭ অর্থ বছরের ইউনিয়নের মোট ৫টি প্রকল্পের ২৪৩ জন শ্রমিকের মোট বরাদ্ধ ১৯ লক্ষ ৪৪ হাজার টাকা। কর্মসূচির শ্রমিকের তালিকায় পুরুষ শ্রমিক ১৬৯ জন ও মহিলা শ্রমিক ৭৪ জন।