রবিবার :: ১০.০৯.২০১৭
শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী কাজীপাড়া ফুটবল মাঠে আন্তঃ ইউনিয়ন বঙ্গবন্ধু টিভি ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের আজকের ১ম ম্যাচে টাইব্রেকারে বেহুলা ফুটবল দল ২-০ গোলে ফিল্ডপাড়া ফুটবল দলকে পরাজিত করে। এবং ২য় ম্যাচে কাজিপাড়া ফুটবল দল ২-০ গোলে নশিপুর ফুটবল দলকে পরাজিত করে। আগামীকালের খেলায় ১ম ম্যাচে অংশগ্রহন করবে গোবরাতলা প্রগতি সংঘ বনাম বাবুনগ্রাম যুব শক্তি ফুটবল ক্লাব এবং ২য় ম্যাচে গোপ্তমানিক ফুটবল দল বনাম মিঞাপাড়া ফুটবল দল।