বৃহস্পতিবার :: ১৪.০৩.২০১৮
শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের শেখ পাড়ায় আজ দুপুরে ২ টি ঘর আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এতে বাড়িটির প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক আল-আমিন। আজ দুপুরে বৈদ্যুতিক শক শার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সিরাজউদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এ অগ্নিকান্ডে ১ লাখ টাকার বিভিন্ন ধরনের পণ্য পুড়ে গেছে।