মঙ্গলবার ঃঃ ০৮.০৮.২০১৭
শিবগঞ্জ উপজেলার ১৩ নং ঘোড়াপাখিয়া ইউনিয়নে গৃহকর বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ঘোড়াপাখিয়া ইউনিয়ন সচেতন কমিটির আয়োজনে চকচুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘোড়াপাখিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য দেন, আব্দুস সামাদ কলেজের প্রভাষক তহরুল ইসলাম, ঘোড়াপাখিয়া বাইতুল হিকমা দাখিল মাদ্রাসার সহ সুপার আবুল কালম আজাদ, শিক্ষক এরফার আলী,আশরাফুল ইসলামসহ অন্যান্যরা। সমাবেশে বক্তরা বলেন, ঘোড়াপাখিয়া ইউনিয়নের অধিবাসীরা বেশির ভাগই দরিদ্র, তাই তাদের উপর বাড়তি করের বোঝা চাপানো ঠিক হবে না। এসময় বক্তারা গৃহকর সহনীয় পর্যায়ে নির্ধারনের দাবি জানান।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …