মঙ্গলবার ঃঃ ২০.০৩.২০১৭
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদ মনোনয়নপত্র যাচাই বাছাই-এর ঘোষনা দেন। এতে মোট ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তার মধ্যে সংরক্ষিত আসনের ২ জন ও সাধারণ আসনের ৬ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারনে বাতিল করা হয়। পরে দুপুরে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হলে ৪ জনের মধ্যে কেউ বাদ পড়েননি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আমিনুজ্জামান প্রমুখ। উল্লেখ্য যে, আগামী ১৬ ই এপ্রিল কানসাট ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।