সোমবার :: ০২.০৪.২০১৮
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় টসে জিতে সততা ফার্মেসি ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে কাফি। জবাবে হান্নান ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ১৯ রান করে মিলন।
২য় খেলায় টসে জিতে খড়িয়াল সন্ধি ক্লাব ব্যাট করতে নেমে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান ও ৪ উইকেট লাভ করে মেহেদি। জবাবে ডলার-ডায়মন্ড ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১০ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২১ রান করে তমাল।