২৮-০৩-১৭ (মঙ্গলবার)
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনে মনোনায়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ জানান আজ মনোনায়ন প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে রবিউল আউয়াল ও ৯নং ওয়ার্ডের মোস্তাফিজুর জেম মনোনায়ন প্রত্যাহার করেন। দুইজন মনোনায়ন প্রত্যাহার করায় চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন নির্বাচনের অংশ গ্রহন করবেন। আগামীকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ হবে আগামী ১৬ এপ্রিল। কানসাটে ২৮ হাজার ৬৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ’ ২ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৭শ’ ৬৭ জন। সেখানে মোট ১০টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।