সোমবার::২৯.০৫.২০১৭
শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের পোষাক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫টি ইউনিয়নের ১৩৫ জন গ্রাম পুলিশদের পোষাক সরঞ্জামাদি বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। পোষাক সরঞ্জামাদি বিতরণ পরবর্তী সভায় শিবগঞ্জ উপজেলায় জঙ্গী-নাশকতা দমন, বাল্য বিবাহ ও মানব পাচার রোধ এবং মাদকদ্রব্যের বিস্তার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।