
শিবগঞ্জ উপজেলায় ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। শ্যামপুর ইউনিয়নের পাগলা নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দুর্লভপুর ইউনিয়নে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় লোকজন মহিষটিকে আটক করে। এসময় উপজেলা প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত তাৎক্ষণিক গিয়ে মহিষটিকে জব্দ করেন এবং সরকারি বিধি মোতাবেক বিজিবির কাছে হস্তান্তর করেন। এ সময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আযমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।