মঙ্গলবার ২৮.০২.২০১৭
শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে আবদুল কাদের জিলানী নাহিদ নামের ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশু নাহিদ চন্ডিপুর গ্রামের দুরুল ইসলামের ছেলে। শিবগঞ্জ থানার এসআই জাফর ইকবাল জানান, গতকাল রাতে চন্ডিপুর গ্রামের দুরুল ইসলামের ছেলে নাহিদ মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে দুপুরে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে পরিবারের কাছে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।