
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের সোনাপাড়া ও চন্ডিপুর এলাকায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র্যাব। অভিযানে ৭৮টি ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত আরো তিনটি ফোন জব্দ করা হয়। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ও র্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ১টা হতে সাড়ে ৪টা পর্যন্ত ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর, সোনাপাড়া ও চন্ডিপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭৮টি ভারতীয় অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়াও গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত আরো ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয় এবং গ্রেপ্তার করা হয় তিনজনকে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছত্রাজিতপুর সোনাপাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল কাদের জিলানী ওরফে সুইট (২১), চন্ডিপুর ঘোষপাড়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. করিম ইসলাম সিয়াম (২১) ও ছত্রাজিতপুর কুমারপাড়া গ্রামের নেস মোহাম্মদের ছেলে মো. ইউসুফ বিশ্বাস (২৮)।
গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।