শিবগঞ্জে শারদীয় দূর্গাপূজা পরিদর্শন করে ৪৬টি পূজা মন্ডপে ৯ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। আজ বিকেলে ব্যক্তিগত তহবিল হতে উপজেলার পূজামন্ডপের নেতৃবৃন্দের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার, আর এ কারণেই উপজেলায় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রত্যেকে পূজা পার্বণ উৎসব পালন করে আর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে।