রবিবার :: ২৯.১২.২০১৯।
শিবগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ ও বিজিবি’র দুটি পৃথক অভিযানে ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একজন গ্রেফতার হয়েছে। আজ ভোর ও গতকাল রাতে অভিযানগুলো চালানো হয়। আটক ব্যক্তি শিবগঞ্জের তেলকুপি গ্রামের ফজলুর রহমানের ছেলে মজিবুর রহমান। জেলা গোয়েন্দা পুলিশ উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ জাহিদ জানান, আজ ভোর ৪টার দিকে উপর কয়লা গ্রামে সরকারী প্রাইমারী স্কুল সংলগ্ন ব্রিক ফিল্ডের পেছনে একটি আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে ৩৬০ বোতল ফেনসিডিলসহ আটক হন মজিবুর। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান আজ সকালে জানান, গতকাল রাতে আজমতপুর বিওপি’র একটি টহল দল হুদমা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৮৭ বোতল মালিকবিহীন ফেনসিডিল উদ্ধার হয়। ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করা হয়েছে।