শিবগঞ্জে ৪শ’ ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

বৃহস্পতিবার::১১:০৫:২০১৭

 

শিবগঞ্জ উপজেলার পেচির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৪শ’ ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চৌকা বিওপির একটি টহল দল নায়েক আব্দুল মান্নান এর নেতৃত্বে, গতরাতে ঐ এলাকায় আম বাগানের মধ্যে ফাঁদ পেতে বসে থাকে। রাত পৌনে ১২টার দিকে কয়েকজন মাদক চোরাকারবারী ভারতের দিক থেকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করলে তাদের মাথায় থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া বস্তা থেকে ঐসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …