বৃহস্পতিবার ঃঃ ১৮.০৫.২০১৭
হটাও ভাটা, বাঁচাও গ্রাম” এই শ্লোগানকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় গ্রামের চারটি ইটভাটা অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়লা দিয়াড় পরিবেশ সংরক্ষণ কমিটি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর হতে কয়লা দিয়াড় বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় ৯টি বিদ্যালয়সহ আশপাশের এলাকার সর্বদলীয় মানুষসহ প্রায় ছয় হাজার মানুষ অংশগ্রহণ করেন। মানব বন্ধনে বক্তব্য দেন কয়লা দিয়াড় পরিবেশ সংরক্ষণ কমিটি আহবায়ক জেনারুল ইসলাম, যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আশরাফুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা- স্থানীয় প্রশাসনের কাছে চারটি ইটভাটা অপসারণের জোর দাবি জানান। উল্লেখ্য, চারটি ইটভাটার কারণে স্থানীয় আমবাগান, রাস্তাঘাট, স্কুলসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এমনকি একমাত্র নির্ভরযোগ্য আয়ের উৎস আমের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …