
শিবগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ৩২৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা মৎস্য অফিস আয়োজিত কালুপুর পাগলা নদীতে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, আমাদের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। যার একটু জলাধার আছে, তাতে মাছ চাষ করেন। আজকে দেশে মাছের উৎপাদন দ্বিগুণ বেড়েছে। অবকাঠামো গত উন্নয়নে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি খাদ্য উৎপাদন, সবজি উৎপাদন, পুষ্টি বিকাশ ও মৎস্য চাষেও সেভাবে এগিয়ে যাচ্ছে। মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি। তিনি বলেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে অব্যাহত রাখা দরকার। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বই আমাদের দরকার। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তিনি আরও বলেন, মৎস্য অধিদপ্তর অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছে। সে কারণে আজকে মৎস্য সম্পদের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে। মানুষের স্বাস্থ্যের উন্নয়নে ব্যাপকভাবে একটা অবদান রাখছে। আমাদের অর্থনীতিতেও মাছ চাষ বিশাল অবদান রাখছে। তাই এই মৎস্য চাষকে আরো বেশি নিরাপদ করতে হবে। যারা মাছ উৎপাদন করছেন তারা খেয়াল রাখবেন, যেন মাছের খাবারটা নিরাপদ হয়। সকল চাষীকে নিরাপদ উপায়ে মাছ চাষের জন্যে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমসহ স্থানীয় সরকারি কর্মকর্তা সহ অন্যান্যরা। এ সময় পাগলা নদী ও রানীহাটি পুকুরে ১৩০ কেজি রুই, ৯৯ কেজি মৃগেল ও ৯৯ কেজি কাতলা পোনামাছ অবমুক্তকরণ করা হয়।