রবিবার :: ০৪.০৩.২০১৮
শিবগঞ্জে অগ্নিকান্ডে একটি বাড়ির ৩টি ঘর আগুনে পুড়ে ভস্মিভুত হয়েছে। ক্ষতিসাধন হয়েছে প্রায় ১০ লাখ টাকার। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর মাস্টারপাড়া গ্রামের মৃত রুস্তুম আলির ছেলে মোফাজুল হক চুন্নুর বাড়িতে। বাড়ির মালিক মোফাজুল ও স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর আড়াইটার সময় রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে তিনটি ঘর পুড়ে ভস্মিভূত হয়। এবিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল মজিদ আকন্দ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।