শুক্রবার :: ১৬.০৩.১৮
শিবগঞ্জে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৩ টায় মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বরে দুদিন ব্যাপী ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবদুল মান্নানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলাসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। পরে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টলের ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী ও প্রজেক্টগুলো পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।