শিবগঞ্জে ২৩ লাখ ভারতীয় রূপিসহ আটক ২।

বুধবার::০১.০২.২০১৭
শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ এলাকা থেকে ২৩ লাখ ভারতীয় রূপিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো একই এলাকার মফিজুলের ছেলে মুখলেসুর রহমান ও একই গ্রামের ফিরোজ আলীর ছেলে জসিম। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে, একদল পুলিশ তাদের নিজ বাড়ি পাশের আমবাগানে অভিযান চালিয়ে জসিম ও মুখলেসুরের দেহ তল¬াশি করে ২৩ লাখ ভারতীয় রূপিসহ আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …