বুধবার :: ২৮.০৩.২০১৮
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ১টি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে শাহপাড়া ক্রিকেট একাদশ ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ এনামুল ৩৩ রান করে। জবাবে হান্নান ক্রিকেট একাদশ ১২ ওভার ৬ উইকেট হারিয়ে ৮২ রান করতে সক্ষম হয়। দলের সর্বোচ্চ মিনি ১৭ রান করে। ফলে ১২ রানে জয় পায় শাহপাড়া ক্রিকেট একাদশ।
একইসাথে, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে আব্বাস বাজার মাঠে আব্বাস বাজার গোল্ডকাপ মিনি টূর্ণামেন্টের একটি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় টসে জিতে চৌধুরী পাড়া ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১১ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ ১৪ রান করে জুয়েল। জবাবে খড়িয়াল সন্ধিক্লাব ১১ ওভার ১ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের সর্বোচ্চ ১১ রান করে মিনি।