রবিবার ঃঃ ০৪.১২.২০১৬
শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ১১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বিওপির একটি টহলদল আজ ভোরে সীমান্তের দৌলতবাড়ী এলাকায় অভিযান চালালে ঐসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৪৭ হাজার ৬শ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গোলাম সারওয়ার জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।