বৃহস্পতিবার ঃঃ ১৮.০৫.২০১৭
শিবগঞ্জে সিলিং ফ্যান, নলকূপ ও সেমিডিপ টিবওয়েল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ২০১৬-২০১৭ অর্থবছরে এডিপির উন্নয়ন কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের আত্মসামাজিক উন্নয়নে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে এ সিলিং ফ্যান, টিবওয়েল ও ব্রেঞ্চ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ অন্যরা। উল্লেখ্য, উপজেলায় ২৬টি টিবওয়েল ও ২২টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।