শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৭ বছরের শিশু নিহত।

রবিবার ঃঃ ৩০.০৭.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর পাইকড়তলা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ৭ বছরের শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশু উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহাপুর ধোপপুকুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে অসিম। শিবগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম জানান, আজ সকাল দশটার দিকে ধোপপুকুর পাইকড়তলা নামক স্থানে রাস্তা পার হচ্ছিল অসিম। এসময় কানসাটগামী একটি অটোভ্যান অসিমকে ধাক্কা দিলে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অসিমকে মৃত ঘোষণা করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …