শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত।

সোমবার::০৬.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের খড়গপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় এনামুল হক নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি- উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত আতাবুদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় এনামুল হক বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে খড়গপুরে পৌঁছলে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নিহতের আতœীয় মিলটন জানান, চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …