শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২।

শুক্রবার ঃঃ ২৪.০২.২০১৭

 

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে সড়ক দূর্ঘটনায় আবদুল হালিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটর সাইকেল চালক জাকারিয়াসহ সাহেব আলী নামে আরো একজন আহত হয়েছে। নিহত ব্যক্তি হল সদর উপজেলার বালিয়াডাঙা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, আজ সকালে সোনামসজিদ যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, এলাকাবাসী ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাক চালক পালিয়ে যায়। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত লাশ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …