শিবগঞ্জে সেপটিক ট্যাংক নির্মাণকালে মাটি চাপায় শ্রমিক নিহত

বুধবার :: ০৪.০৪.২০১৮
শিবগঞ্জে ট্যাংক নির্মাণ কাজের সময় মাটি ধসে এক শ্রমিক নিহত ও আরেকজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। পৌরসভার দেওয়ান জায়গীর গ্রামের আল আমিনে বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার পৌরসভাধীন চকদৌলতপুর গ্রামের মৃত আবু বাক্কারের ছেলে তোফাজ্জল ইসলাম এবং আহত ব্যক্তি একই গ্রামের শামসুদ্দিনের ছেলে তারু মন্ডল। শিবগঞ্জ থানার এসআই মাহমুদুল হক জানান, আজ সকালে ট্যাংকি নির্মানের সময় মাটি ধসে চাপা পড়ে দুইজন শ্রমিক গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের উদ্ধার করে। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জল ইসলামকে মৃত ঘোষনা করেন। মৃত তোফাজ্জল ইসলামের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে জানান তিনি। আহত তারু মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …