
শিবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সেবাসহজীকরণ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং ব্যাংক এশিয়া লিমিটেডের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, মনাকষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা প্রমূখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষধ চেয়ারম্যান, ইউপি সচিব, সদস্য, উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার কর্মকর্তরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপজেলার বয়স্ক ভাতা ৩১ হাজার ৩৭৫ জন, বিধবা ভাতা ৪ হাজার ৪৯৪ জন, প্রতিবদ্ধী ভাতা ১৪ হাজার ৭ জন, অনগ্রসর ভাতা ৩৯৪ জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা ২০২ জন, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ভাতা ৪৫ জন ও হরিজন সম্প্রদায়-বেদে ভাতা ৫ জন ব্যক্তি সুবিধাভোগ করছেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের ভাতা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় মাতৃত্বকালীর সুবিধাভোগী ভাতা দেয়া হয়। এদিকে, শিবগঞ্জে নির্যাতিত, দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের মঞ্জুরীকৃত অনুদান বাবদ চেক বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৮ নারীর মাঝে ১ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফসহ অন্যরা। উপকারভোগীরা হলেন- উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে আনজুরা বেগম, রোজবুল মন্ডলের মেয়ে ছবিয়ারা বেগম, রানীবাড়ি গ্রামের আব্বাস মন্ডলের মেয়ে হালিমা বেগম, ওমর আলীর মেয়ে কবিতা খাতুন, সাদিকুল ইসলামের মেয়ে সাবিনা খাতুন, তোসলিম উদ্দিনের মেয়ে সালেহা বেগম, দূর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের ইদ্রিস আহমেদের মেয়ে সেমালী বেগম ও রুপালী বেগমের মেয়ে সেফালী বেগম। অন্যদিকে, শিবগঞ্জে সুমাইয়া খাতুন নামে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আজ বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওই প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। সে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের সফিকুল ইসলামের মেয়ে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফসহ অন্যরা।