
শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিবাসী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চনকুমার দাস। পরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারের সকল সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।