রবিবার ঃঃ ০৬.০৮.২০১৭
পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক ও তার ছোট ভাইকে গাছে বেঁধে শারীরিকভাবে নির্যাতন বেধড়ক পিটিয়ে পা ভেঙে গুরুত্বর জখম করেছে একদল দূর্বৃত্ত। এসময় তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নির্যাতিতরা হলো, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর কামাটোলা গ্রামের এফাজ উদ্দিনের ছেলে রাসেল ও তার বড় ভাই রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিন ও বিডিলাইভ ২৪ ডট কমের সাংবাদিক রিপন আলি রকি। ঘটনাটি ঘটেছে উপজেলার হাদিনগর কামাটোলা গ্রামের আফসারের আমবাগানে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা সাংবাদিক রিপন আলি রকি ও তার ভাই রাসেলের ওপর নির্যাতন চালিয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।