
শিবগঞ্জে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কানসাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও চেয়ারম্যান শিউলী বেগমসহ অন্যরা। এছাড়া সুবিধাভোগী প্রায় ৪ হাজার নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেয়।