শিবগঞ্জে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শিবগঞ্জে রানীহাটি ইউপি হতে নয়ালাভাঙা ইউপি অফিস পর্যন্ত ৩৪৮ মিটারের দীর্ঘ একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৮ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আনতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, তোহিদুল আলম টিয়া, নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টু ও এলজিইডির সার্ভেয়ার আবদুল হাকিম, স্থানীয় ইউপি সদস্যসহ নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top